সাতকরা দিয়ে গরুর গোশত
১ গরুর গোশত ১ কেজি
২ সাতকরা ফালি করা ৪/৫ টুকরো
৩ লবন আন্দাজমতো
৪ আদাবাটা ১ টেবিল-চামচ
৫ রসুনবাটা ১ চা-চামচ
৬ কাটা পেঁয়াজ ২ কাপ
৭ হলুদের গুঁড়া ১/২ চা-চামচ
৮ মরিচের গুঁড়া ঝাল অনুযায়ি
৯ জিরার গুঁড়া ১/২ চা-চামচ
১০ তেজপাতা ২টি
১১ গরম মসলা (এলাচ,দারচিনি) ৩/৪ টি
১২ সয়াবিন তেল ৩/৪ কাপ
১৩ গোল মরিচ ৭/৮ টি
১৪ কাঁচা মরিচ ৪/৫ টি
প্রণালিঃ
১ প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন ।তারপর সাতকরা, কাঁচা মরিচ ও গোল মরিচ বাদে সব উপকরন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুসময় রেখে দিন।
২ তারপর মাখানো মাংস চুলায় বসিয়ে দিন কড়া আচে ।গোশতের পানি বের হয়ে গেলে ঢাকনা দিয়ে কম আচে রাখুন যাতে গোশতের পানি দিয়ে সেদ্ধ হয়ে যায় এবং মাঝেমধ্যে নেড়ে দিন ।
৩ সাতকরাকে ফালি ফালি করে কেটে নিন ।মাংস ৭০% হয়ে গেলে সাতকরা দিন। ৪ গোশত হয়ে আসলে কাঁচা মরিচ ও গোল মরিচ দিয়ে কিছু সময় রেখে নামিয়ে নিন ।
ভাত,পোলাও বা খিচুড়ি দিয়ে পরিবেশন করতে পারেন।
সাতকরা কেনার সময় পাতলা দেখে কিনবেন ।পাতলা সাতকরা তেতো হয়না ।আর তেতো সাতকরা হলে একটি ডেকচিতে পানি ফুটিয়ে সাতকরা দিয়ে ২/১ টা ভাপ তুলে পানি ফেলে দিবেন ।