শিশুর জন্য ন্যাড়া হলেন জর্জ বুশ
রবিনের লিউকেমিয়া হয়েছিল। মাত্র চার বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যায় সে। আজ থেকে ষাট বছর আগে। কিন্তু বাবা-মায়ের মন থেকে কি চলে যায় সন্তানের স্মৃতি? সে যতই ক্ষমতাশালী বাবা হন না কেন। আজও ফুটফুটে রবিনের জন্য কাঁদে বাবা-মায়ের মন। ছোট্ট মেয়েটার বাবার নাম জর্জ বুশ সিনিয়র।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সামনে আবার একটি একরত্তি আক্রান্ত হয়েছে এই মারণ ব্যাধিতে। লিউকেমিয়ার চিকিৎসা করাতে গিয়ে সেই শিশু হারিয়েছে তার সব চুল। দু বছরের প্যাট্রিকের বাবা বুশের নিরাপত্তাকর্মীদের একজন। ছোট্ট প্যাট্রিককে ভালবেসে ন্যাড়া হয়েছেন জর্জ বুশ নিজে। এবং তাঁর সব নিরাপত্তাকর্মী।
১৯৮৯ থেকে ১৯৯৩ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন সিনিয়র বুশ। এখন প্যাট্রিককে কোলে নিয়ে এই একদা দোর্দণ্ডপ্রতাপ মার্কিন প্রেসিডেন্টের হাস্যমুখের ছবি ছেয়ে গেছে ভার্চুয়াল দুনিয়া।