Published On: Thu, Apr 14th, 2016

ইরাকে ফিরছে সাদ্দাম হোসেনের নাম

Share This
Tags

iraq palace

আইএসের সঙ্গে যুদ্ধ ও বাজেট ঘাটতির পরেও ইরাক সরকার বন্দর নগরী বাসরাতে একটি জাদুঘর চালু করতে যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এ জাদুঘরটি সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি প্রাসাদ ছিল, যা সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে। এ জাদুঘরটির সঙ্গে সঙ্গে ইরাকে ফিরে আসছে সাদ্দাম হোসেনের নাম, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। ইরাকের কনস্ট্রাকশন ব্যবসায়ী মাহদি আল-মুসাওয়ির ব্যস্ততার সীমা নেই। কারণ তর প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর প্রস্তুতের। এ জাদুঘরটি সেপ্টেম্বর মাসেই উদ্বোধনের কথা রয়েছে। জাদুঘরটির প্রধান দরজার ওপরেই আরবি হরফে সুন্দর করে লেখা রয়েছে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম। এছাড়া লেখা রয়েছে তার উপনাম- ‘প্রিন্স অব আরবস’।