শনিবার থেকে শুরু হল মালদ্বীপে পার্লামেন্ট এর ভোটগ্রহণ
মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ নিয়ে আদালতের কোনো সিদ্ধান্ত না থাকায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শনিবারই এ নির্বাচন শুরু হল। সিনহুয়া।
এর আগে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামীনের এক মিত্র শনিবারের এ নির্বাচন পেছানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।
প্রয়োজনীয় লোকবল না থাকায় নির্বাচন কমিশনের শনিবার নির্বাচন করার মতো সামর্থ নেই উল্লেখ করে এ আবেদন করা হয়।
তবে শেষ পর্যন্ত আদালত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেয়ায় পূর্ব নির্ধারিত তারিখ শনিবারেই ভোটগ্রহণ শুরু হয়।
শনিবার দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তা আইশাথ রীমা বলেছেন, “নির্বাচন পেছানোর ব্যাপারে আদালতের কোনো সিদ্ধান্ত না থাকায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”
স্থানীয় সময় সকাল আটটায় দেশব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত তা চলবে।
নির্বাচনে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে। নির্বাচনে মোট ৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জাতিসংঘ মহাসচিব বান কি-মুন দেশটিতে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহবান জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট –রিয়াদ মাহমুদ