ভূমিকম্পের পর নতুন দ্বীপ এর সৃষ্টি হয়েছে
পাকিস্তানের বেলুচিস্তানে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি নতুন দ্বীপ ভেসে উঠেছে।
নতুন দ্বীপটি সমুদ্রতীর থেকেই দেখা যাচ্ছে। ২০০ মিটার লম্বা ও ১০০ মিটার চওড়া দ্বীপটি ২০ মিটার উঁচু।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের মহাসচিব আরিফ মাহমুদ জানান, গাওয়াদার বন্দরের কাছে একটি ক্ষুদ্র দ্বীপ ভেসে উঠেছে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন। তার ধারণা, ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশ থেকে ভূখণ্ডটি ভেসে ওঠেছে। তবে এটি নিয়ে সরকারি ভাবে আরো তদন্ত হওয়া দরকার বলে অভিমত প্রকাশ করেন তিনি।
১৯৬৮ সালে একটি ভূমিকম্পের পর সেখানে নতুন একটি দ্বীপের সৃষ্টি হয়েছিল। কিন্তু তা এক বছর পর নিশ্চিহ্ন হয়ে যায়।