ভারতীয় সাবমেরিন বিষ্ফোরণ, নিখোঁজ ১৮
ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনে (ডুবোজাহাজ) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন নাবিক নিখোঁজ রয়েছেন।
দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ খবর জানান হয়।প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের সুরক্ষিত একটি নৌ ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নৌবাহিনীর তিনজন কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতের পর রাশিয়ায় তৈরি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনে প্রথমে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়। অনেকে সাবমেরিন থেকে লাফিয়ে পড়ে নিরাপদে বাইরে আসতে সক্ষম হন। কিন্তু ১৮ জন নাবিক এখনো নিঁখোজ রয়েছেন। বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, সাবমেরিনটির ভেতরে বেশ কিছু নাবিক আটকা পড়েছেন। এই সংখ্যা ১৮ জনের মতো হতে পারে বলে তাদের ধারণা। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকারী দল রয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।