Published On: Sat, Jun 22nd, 2013

ব্রাজিলে প্রতিবাদের মুখে প্রেসিডেন্টের সংস্কার প্রস্তাব

Share This
Tags

ca84b4f14bf04389dfa70b287f749e59_XLব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ পাবলিক পরিবহন, স্বাস্থ্যসেবা, এবং বিশ্বকাপ প্রস্তুতিতে দূর্নীতির অভিযোগে দেশব্যাপী প্রতিবাদের মুখে একটি সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন।

শুক্রবার প্রচারিত এক টেলিভিশন ভাষনে তিনি এ প্রস্তাব দেন।

প্রতিবাদকারীদের মূল দাবি ছিল পাবলিক পরিবহন ব্যায় কমানো, সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা ও বিশ্বকাপ প্রস্তুতিতে দূর্নীতি বন্ধ করা।

টেলিভিশন ভাষনে প্রেসিডেন্ট দিলমা রৌসেফ বলেন, ইতোমধ্যে পাবলিক পরিবহন ব্যায় কমানোর লক্ষে একটি কমিশন গঠন করা হয়েছে। এছাড়া, যেসব এলাকায় চিকিৎসকের অভাব আছে সেসব এলাকায় বিদেশী ডাক্তারদের আনতে একটি বিনিয়োগ প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

বিশ্বকাপ ফুটবলের আয়োজনের পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, আমরা অতিথিদের সঙ্গে সম্মানের সহিত আচরণ করব এবং বিখ্যাত একটি বিশ্বকাপের আয়োজন করব।

প্রেসিডেন্ট রৌসেফ ২০ বছরে দেশের বৃহত্তম প্রতিবাদ ও সহিংসতা, ভাংচুর ঘটনায় রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন।

রৌসেফ বলেন, আমি শান্তিপূর্ণ বিক্ষোভের নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমি আরও স্বচ্ছ যে প্রতিষ্ঠান করতে চাই, তা তাদের সাথে আলোচনা করবো।

তিনি দেশ জুড়ে বিক্ষোভকারীদের তাদের উদ্বেগের সুরাহা করতে আগ্রহী বলে জানান।

Leave a comment

You must be Logged in to post comment.