বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত ৫
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে শনিবার একটি হালকা বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
জরুরি উদ্ধারকারী সংস্থা জানায়, ব্রিসবেন থেকে ৫০ কিলোমিটার উত্তরে বিমানটি উড্ডয়নের আগেই কাত হয়ে বিধ্বস্ত হয় এবং এ সময় আগুন ধরে যায়।
কুইন্সল্যান্ডের দমকল ও উদ্ধার বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা টেলিফোনে বিমানবন্দর থেকে একটি হালকা বিমান বিধ্বস্ত হবার খবর পেয়ে সেখানে তিন ক্রু পাঠাই।’
কুইন্সল্যান্ডের পুলিশ জানায়, ‘বিমানটিতে ৫ আরোহী ছিল। এই দুর্ঘটনায় আহতদের সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’
বিমানবন্দরে কর্মরত ব্রায়ান কার্পেন্টার বলেন, বিমানটি ছিল একটি সেসনা ২০৬। এতে ৫ থেকে ৬ জনকে বহন করছিল।
ডেস্ক রিপোর্ট –রিয়াদ মাহমুদ