টনি অ্যাবোট ইন্দোনেশিয়া সফরে
অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ইন্দোনেশিয়া সফরে গিয়েছেন। রাজনৈতিক আশ্রয় নিয়ে দু’দেশের মধ্যে বিরাজমান উদ্বেগ কমাতেই এ সফর, এমনই বলছে বিবিসি।
টনি অ্যাবোট এ মাসের প্রথমদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর এটাই তার প্রথম ইন্দোনেশিয়া সফর।
দু’দিনের সফরে টনি অ্যাবোট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়োধিয়ানোর সাথে সাক্ষাৎ করবেন।
অস্ট্রেলিয়ার অবৈধ অভিবাসীদের ইন্দোনেশিয়ায় পাঠিয়ে দেয়া অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। এই অভিযোগেই দু’দেশের সম্পর্কে টানাপড়েন অনেক দিনের। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে উল্লেখ করে জাকার্তা।
গত সপ্তাহে অন্তত ৩১ জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী তাদের নৌকা ইন্দোনেশিয়ার জাভা উপকূলে ডুবিয়ে দেয়।