Published On: Mon, Apr 15th, 2013

ইরাকে বোমা হামলায় নিহত ২০

Share This
Tags

ইরাকের বিভিন্ন শহরে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এতে আহতের সংখ্যা শতাধিক ।রাজধানী বাগদাদেই অধিকাংশ হামলা চালিানো হয়েছে। এছাড়াও উত্তরাঞ্চেলের তুজ খুরমাতু, কিরকুক এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাসারিয়াহতেও বোমা হামলা করা হয়।সকাল বেলার ব্যস্ত সময়ে দেশের বিভিন্ন স্থানে সম্মলিত ভাবে এ হামলা চালানো হয়েছেiraq bom blast যার অধিকাংশই গাড়ি বোমা হামলা।আগামী ২০ এপ্রিল দেশটিতে প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে।সাতটি শহরকে লক্ষ্য করে এ হামলার পরিকল্পনা করা হয়েছিলো বলে এক খবর প্রচার করেছে বার্তা সংস্থা এএফপি। যার মধ্যে সামার্রা এবং হিলাও রয়েছে। বার্ত সংস্থাটির খবরে আরো বলা হয় তিনটি বোমা রাস্তার পাশে পুতে রাখা হয়েছিলো। অপর গুলো ছিলো গাড়ি বোমা হামলা।

সূত্র: বিবিসি, এএফপি।

Leave a comment

You must be Logged in to post comment.