Published On: Wed, Jun 19th, 2013

আমি কেন মুখ ঢাকব? টিভি পর্দায় সুজেট

Share This
Tags

IMG_20130611_150409গতবছর ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হন ভারতীয় তরুণি সুজেট। সম্প্রতি তিনি ভারতের বেসরকারি টিভি চ্যানেল ২৪ ঘণ্টার পর্দার আত্মপ্রকাশ করেন। সেখানে সুজেট বলেছেন, ‘ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়। এভাবে মুখ ঢেকে থাকব কেন? আমি ক্রিমিনাল নই তবু কেন মুখ ঢাকব? জঘন্য অপরাধের শিকার আমি। আমার মুখ ঝাপসা করবেন না। নাম, পরিচয় জানাতে লজ্জাবোধ করি না।’

Leave a comment

You must be Logged in to post comment.