Published On: Tue, May 28th, 2013

রোববারের পরীক্ষা বৃহস্পতিবার

Share This
Tags

HSC20130417020156১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।ওই পরীক্ষা আগামী ৩০ মে হবে।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম পরীক্ষা পেছানোর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ মে সকালের পরীক্ষা ৩০ মে সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে।

রোববার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র এবং অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, বিকালে সমাজ বিজ্ঞান প্রথম পত্র ও সমাজ কল্যাণ প্রথম পত্রের পরীক্ষা ছিল।

এছাড়া ঘূর্ণিঝড় মহাসেনের জন্য গত ১৬ মের আটটি সাধারণ বোর্ডের অধীনে তিনটি বিষয় এবং ১৭ মের চট্টগ্রাম বোর্ডের দুটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

Leave a comment

You must be Logged in to post comment.