Published On: Fri, Feb 12th, 2016

বইমেলায় হাসান মাসুদের প্রথম উপন্যাস

Share This
Tags

hasan masud

এবারের বইমেলায় এসেছে শক্তিমান অভিনেতা হাসান মাসুদের প্রথম উপন্যাসের বই ‘একজন কনকের কথা’। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প।মেলার ৪৯২-৪৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। হাসান মাসুদ বইটি তার মা লাইলা মাসুদকে উৎসর্গ করেছেন।
উপন্যাসের প্রধান চরিত্র কনক বাংলা চলচ্চিত্রের নায়িকা। এই নায়িকার জীবনকে ঘিরে মিডিয়ার চারপাশের গল্প নিয়েই এগিয়েছে উপন্যাসের কাহিনী।

নিজের প্রথম উপন্যাস সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে হাসান মাসুদ বলেন, “আমার মনে হয় উপন্যাসটির প্রথম অংশ সবার পড়া উচিত। কারণ, বলা হয় মিডিয়াই সব থেকে খারাপ জায়গা। কিন্তু কর্মক্ষেত্রে প্রায় সব জায়গাতেই নারীদের হেয় প্রতিপন্ন করা হয়। এটাই আমি তুলে ধরেছি আমার উপন্যাসে।” ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর পটুয়াখালীর বাওফলে হাসান মাসুদের জন্ম। এক সময় সরকারি চাকরি করেছেন। পরে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত আছেন এই অভিনেতা।