২৩ ও ২৪ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাল
হরতালের কারণে মঙ্গল ও বুধবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, মঙ্গলবারের (২৩ এপ্রিল) পরীক্ষাগুলো হবে শনিবার (১১ মে)। সকালের পরীক্ষা ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে। বুধবারের (২৪ এপ্রিল) পরীক্ষা হবে শুক্রবার (১০ মে)। এ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।