সঙ্গিনীর জন্যে ৫টি কাজ অবশ্যই করবেন
আপনি যদি বিয়ে করে থাকেন কিংবা কোন সম্পর্কে জড়ান তাহলে কিছু বিষয় আপনাকে লক্ষ রাখতেই হবে। তেমন কঠিন কিছু না তবে স্ত্রী কিংবা প্রেমিকার মনে রেখাপাত করার জন্যে বেশ কার্যকরী।
তার ভাল দিকগুলোর কথা স্বীকার করুন। প্রত্যেকে প্রশংসা শুনতে পছন্দ করে। প্রিয়জনের কাছ থেকে তো বটেই। খুব সামান্য কিছু তবুও প্রশংসা করুন। ধরুন একটি ব্যাগ কিনেছে আপনার প্রেমিকা। এটি তেমন কিছু না। কিন্তু যেহেতু আপনার প্রেমিকা কিনেছে কাজেই ওটা আপনার কাছে এখন বিশেষ কিছু। সে হয়ত সামান্য এক গ্লাস শরবত তৈরি করে আপনাকে খাওয়ালো, আপনি সেটিরও প্রশংসা করুন। মনে রাখবেন, মেয়েরা অনেককিছু সহজে ভুলে যায় না। কাজেই ভাল লাগছে না বলেছেন তো মরেছেন।
কাজে হাত লাগানোর অভ্যাস গড়ে তুলুন। ধরুন আপনার স্ত্রী মশারীর এক মাথা খুলছে, আপনি অন্য মাথায় হাত লাগান। কিংবা খেতে বসে খাবারগুলো নিজেই নিয়ে আসুন।
মাঝে মাঝেই স্ত্রীর জন্যে কিছু চমক তুলে রাখুন। চমকে দেওয়ার জন্য প্রতিদিন চায়নিজে নিয়ে যাওয়া লাগে না। খুব সামান্য কিছু দিয়েও চমক দেখানো যায়। মাঝে মধ্যে স্ত্রীর পছন্দের খাবার, যেমন ধরুন চকলেট, এনে চমকে দিন।
রোমান্টিক হন। মাঝে মধ্যে ফিল্মি স্টাইলে রোমান্টিক হন। প্রয়োজনে সিনেমার কিছু ডায়লগ মুখস্থ করে রাখতে পারেন। তবে এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হল কবিতা। রোমান্টিক কিছু কবিতা আজই মুখস্থ করে ফেলুন। তবে একই কবিতা বার বার বলতে গিয়ে আবার মসিবত ডেকে এনেন না যেন।
কোন নারীর সাথে তুলনা নয়। আপনার স্ত্রীকে কোন নারীর সাথে তুলনা করে ছোট করবেন না। ভুল করেও আপনার পুরনো প্রেমিকার সাথে যেন তুলনা করে না বসেন। তুলনা করতে পারেন, বলবেন যে অমুক নায়িকার চেয়েও তোমার চোখটা সুন্দর এ জাতীয় কিছু একটা।