Published On: Sat, Jun 29th, 2013

ল্যাপটপ ঋণ শিক্ষার্থীদের জন্য

Share This
Tags

laptopল্যাপটপ হচ্ছে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সঙ্গে সংযোগ স্থাপনের জানালা।

সেই জানালা খোলা রাখতে হবে যাতে মুক্ত বিশুদ্ধ বায়ু ভেতরে প্রবেশ করে। পড়াশোনার পাশাপাশি তাদের শেখাতে হবে অর্থ উর্পাজনের কৌশলও। এক্ষেত্রে একটি ল্যাপটপ একজন তরুণকে এনে দিতে পারে শক্তি আর প্রেরণা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ঋণ বিতরণে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। কর্মশালার আয়োজক ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। কর্মশালায় জানানো হয়, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ঋণ বিতরণে নীতিমালা প্রণয়ন করতে একটি কমিটি গঠিত হবে।

 

Leave a comment

You must be Logged in to post comment.