যত ক্ষমতা নারীর চোখেই!
![](http://www.dhakabd24.com/ad/newsad.gif)
মানুষের চোখের ভাষার কোনো শেষ নেই। মনে হবে এই বুঝেছেন, আবার মনে হবে কিছুই বোঝেননি।
সবচেয়ে রহস্যময়ী চোখ হল নারীদের। এজন্য উপমাও কম ব্যবহার করা হয় না।
পটল চেরা চোখ, হরিণের মতো চোখ কিংবা পাখির বাসার মতো চোখ। জীবনানন্দ তো বলেইছিলেন, পাখির নিড়ের মতো…! কবিরা নারীর চোখের আরো কত উপমা ব্যবহার করেছেন তার কি শেষ আছে…
আসলে নারীর চোখেই আছে পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা। সম্প্রতি মিউরিন আই ড্রপের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, আর্কর্ষণীয় চোখের পর নারীর সুন্দর হাসি নজর কাড়ে পুরুষদের। হেয়ারস্টাইল ও শারীরিক গঠন আসে এর পরে। জরিপটিতে এক হাজার পুরুষ অংশ নেয়।
এরপর পুরুষরা মেয়েদের পোশাক সচেতনতা ও উচ্চতার দিকে খেয়াল করে। সুন্দর পায়ের চেয়ে নারীদের ওজন ও চুল নিয়েই বেশি মাথা ঘামায় পুরুষ। এরপর তারা নারীর নমনীয় ত্বকের দিকেই লক্ষ্য করে।