Published On: Mon, Mar 31st, 2014

মঙ্গলে পা রাখবে প্রথম বাংলাদেশি নারী!

Share This
Tags

মঙ্গল গ্রহের প্রথম বাংলাদেশি বাসিন্দা হতে যাচ্ছেন লুলু ফেরদৌস নামের এক নারী। তিনি বর্তমানে নাসাতে সহযোগী গবেষক হিসেবে কর্মরত আছেন।
images.jpeg mars
ডাচ অলাভজনক একটি প্রতিষ্ঠান সাত মাস আগে ঘোষণা দেয়, ২০২৫ সালে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে মানুষের বসবাস শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। যারা স্বেচ্ছায় মঙ্গলে বসতি গড়তে চান, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করে। আবেদনকারীদের একজন লুলু ফেরদৌস।

লুলু জানান, ২ লাখের বেশি আবেদনপত্র জমা পড়ে এ প্রোগ্রামে। পুরো প্রোগ্রামে মাত্র চারজন মহাকাশচারীকেই এ সুযোগ দেয়া হবে। তিনি এ চারজনের একজন হতে যাচ্ছেন।

পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাতে গিয়ে লুলু বলেন, আমার সিদ্ধান্তের কথা জানার পর পরিবারের সবাই তো বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানি, আমার এই অভিযান তাদের গর্বিত করবে।

Leave a comment

You must be Logged in to post comment.