বইয়ের হাট পাবলিক লাইব্রেরিতে
আজ বিকেল থেকে ঢাকার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ছয় দিনব্যাপী বই মেলা শুরু হচ্ছে। বইয়ের হাট নামের এ বই মেলায় ১১ টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলো হচ্ছে- একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, বর্ণায়ন, জাতীয় সাহিত্য প্রকাশ, বিজয় ডিজিটাল, তরফদার প্রকাশনী, র্যামন পাবলিশার্স, নবযুগ প্রকাশনী, সংঘ প্রকাশন, পালক পাবলিশার্স, সূচিপত্র ও পড়ুয়া। এই মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।
মেলা চলবে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।