Published On: Sat, Jan 4th, 2014

মজাদার ফ্রুট কাস্টার্ড

Share This
Tags

ফ্রুট কাস্টার্ড

প্রস্তুত প্রণালী

একটি বাটিতে কাস্টারড পাউডার দিয়ে ভালভাবে বিট করুন। একটি পাত্রে দুধ এবং চিনি ঢেলে মাঝারি আঁচে চুলায় দিন। দুধ ক্রমাগত নাড়তে থাকুন এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিন। ফুটে ওঠা পর্যন্ত ক্রমাগত নাড়ুন। চুলা বন্ধ করে পরিবেশন পাত্রে ঢেলে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজে রাখুন ঠাণ্ডা করার জন্য। পরিবেশনের ঠিক পূর্বে ফল, বাদাম এবং কিসমিস দিন। বেশিক্ষণ আগে ফল দিলে কাস্টার্ড পাতলা হয়ে যাবে এবং ফলের স্বাদ নষ্ট হয়ে যাবে।

custard-fruit-top

উপকরণ:

  • # দুধ- ১ লিটার
  • # কাস্টারড পাউডার – ৩ টেবিল চামচ
  • # চিনি – ১/২ কাপ অথবা আপনার স্বাদ মত
  • # কিসমিস – ২ টেবিল চামচ
  • # বাদাম কুঁচি – ২ টেবিল চামচ
  • # ফল -(কলা, আম, আপেল, আঙ্গুর ইত্যাদি)- আনুমানিক ২ কাপ ছোট টুকরা করে কাটা

Leave a comment

You must be Logged in to post comment.