Published On: Fri, Jun 6th, 2014

নারীর যা কিছু পুরুষের অনাগ্রহ তৈরি করে থাকে

Share This
Tags

nনারীরা পছন্দের পুরুষের কাছে আকর্ষণীয়া হতে অনেকভবেই চেষ্টা করে থাকেন। নারীরা পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য কি কি করেন যা উল্টো পুরুষের অনাগ্রহের কারণ হয়ে দাঁড়ায়।

১. নিজেদের আকর্ষণীয় করতে নারীরা অতিরিক্ত মেকআপ নেন যাতে তার আসল সৌন্দর্যই লোপ পায়। আর এই বিষয়টি অপছন্দ করেন পুরুষরা। নারীর চেহারায় মেকি সাজ বেশি থাকলে পুরুষটি ভাবেন, তাদের ব্যক্তিত্বও মেকি।

২. অনেক নারীই মনে করেন, যৌনতা দিয়ে পুরুষের হৃদয় জয় করা যায়। কিন্তু নারীর ব্যক্তিত্ব ছাপিয়ে যদি যৌনতাপূর্ণ আচরণ প্রকাশ পায়, তবে পুরুষরা আগ্রহ হারিয়ে ফেলেন।

৩. অনেক নারীই পুরুষের সামনে পেট পুরে খাওয়ায় লজ্জাবোধ করেন। কিন্তু পুরুষের কাছে এটি বিরক্তকর এবং হাস্যকর বিষয়। বরং বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে গিয়ে মজা করে খাচ্ছেন এমন দেখতেই ভালোবাসেন তারা।

৪. পুরুষের সব কথাতেই ইতিবাচক সাড়া দিয়ে নারীরা ভাবেন, পুরুষটি খুশী হয়েছেন। কিন্তু সব কথাতেই ‘হ্যাঁ’ বলাটা একেবারেই অপছন্দ পুরুষদের। বরং পুরুষরা দেখতে চান তার মন-মানসিকতা, লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একাত্ম হতে নিজের মতামত দিচ্ছেন আপনি।

৫. পুরুষের মতো করে পোশাক পরা এমনকি ধূমপান করাকে অনেক নারীই স্মার্টনেস বলে মনে করেন। কিন্তু পুরুষরা এসব কাজকে নারীসুলভ বলে মনে করেন না।

 

Leave a comment

You must be Logged in to post comment.