ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর ৩৬ হাজার ৮শ’ ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ১শ’ ২৮ জন। পাশের হার ১৩.৯২ শতাংশ।
মঙ্গলবার দুপুরে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ফলাফল ঘোষণা করেন। এসময় কলা অনুষদ ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক ড. হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফ আলী খান উপস্থিত ছিলেন।
এ বছর ‘খ’ ইউনিট ভর্তি পরিক্ষায় ১৬৮.৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রিয়াজুল হক। রোল নম্বর ৪৪৭৩৯৪।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। ফল পুনঃমূল্যায়নের জন্য শিক্ষার্থীদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
Admission.eis.du.ac.bd অথবা গ্রামীনফোন ব্যতিত যেকোনো মোবাইলের এসএমএস অপশনে গিয়ে du kha টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।