জেএসসি পরীক্ষার ফল প্রকাশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮৯.৯৪ শতাংশ। রবিবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সোমবার।