Published On: Mon, May 5th, 2014

জাবির শিক্ষকদের অবসরের বয়স ৬৭ বছরে বৃদ্ধি করা হয়েছে

Share This
Tags

indexজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের অবসরের বয়স ৬৫ থেকে ৬৭ বছর করা হয়েছে। এছাড়া জাবি’র স্কুল, কলেজ এবং কর্মচারী ও স্টাফদের অবসরের বয়স ৬০ থেকে ৬২তে বৃদ্ধি করা হয়েছে।
শনিবার জাবি’র রেজিস্টার্ড বিল্ডিং-এ সিনেটের বিশেষ কনভেনশনে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
জাবি’র উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সিনেট কনভেনশনে সভাপতিত্ব করেন।
উপাচার্য সিনেটরদের ধন্যবাদ জানান।
তিনি বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় শিক্ষকদের অবসরের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

 

Leave a comment

You must be Logged in to post comment.