জাবিতে চলছে শিক্ষক সমিতির নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন চলছে। আজ বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। কোন রকম বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা পর্যন্ত। সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাঁদের ভোট প্রদান করছেন।
নির্বাচনে সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক, সহসম্পাদক, যুগ্ম সম্পাদকসহ মোট ১৫টি পদে লড়ছেন শিক্ষকরা এর আগে উপাচার্য বিরোধী আন্দোলন এবং দেশের রাজনৈতিক সঙ্কটের কারণে একাধিকবার শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যায়।