চুল বাঁচান বৃষ্টি থেকে
কাগজে কলমে বর্ষাকাল না হলেও, আজকাল বাইরে বের হলেই বৃষ্টিতে ভিজছে মাথা। ঝরঝরে চুল ভিজে বাড়িয়ে দিচ্ছে আপনার ঠাণ্ডা লাগার সম্ভাবনা। সেইসাথে ক্ষতির সম্মুখীন হতে পারে আপনার চুলও। তাই নিজেকে একটু বাঁচিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। আর এ বিষয়েই আজকের পরামর্শ হচ্ছে…
বর্ষার দিনে সবচেয়ে ভালো হয় যদি বাইরে বের হওয়ার আগে প্রস্তুতি নেয়া যায়। চুল পনিটেইল করে বেঁধে নিন বা সুন্দর একটা খোঁপার কাঁটায় আটকে নিতে পারেন। আবার ছেলেদের ক্ষেত্রে চুল ছোট থাকলে সহজেই শুকিয়ে যায়। আর লম্বাচুলের অধিকারী হলে সকালে আকাশের অবস্থা দেখে একটা ছাতা ব্যাগে নিয়ে বের হতে পারেন।
বৃষ্টির পানির ফলে যা যা ক্ষতি হতে পারে:
১ বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে।
২ বর্ষায় স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চুল বেশি পড়ে। একই সঙ্গে মাথায় তৈলাক্ত খুশকিও দেখা দেয়।
৩ বর্ষার আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকে। ফলে চুল অগোছালো দেখায়। তাই এ সময় নিয়মিত চুলে কন্ডিশনার দেয়া উচিত। সিলিকন বেস্ড সিরামও ব্যবহার করতে পারেন।
৪ এছাড়া বর্ষায় তৈলাক্ত খুশকি বেড়ে যায়, তাই এ সময় ব্যবহার করা যেতে পারে খুশকিরোধক শ্যাম্পু। তবে শ্যাম্পু ব্যবহারের পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।