Published On: Sat, May 17th, 2014

চুলের রুক্ষতা দূর করার টিপস

Share This
Tags

indexআজকাল মেয়েরা অনেক বেশি বেস্ত হয়ে গেছে , যেন সময় নেই নিজের যত্ন নেয়ার ।চাকরিজীবী নারীদের বেস্ততাতো আছেই গৃহিণীরাও কম বেস্ত না,বাচ্চকে স্কুলে আনা নেয়া,রান্না,এমনকি বাজার করা টাও এখন মেয়েদের ঘাড়ে ,এই ভাবে কাজে বেস্ত হয়ে যাওয়া নারিদের জন্য রইল, চুলের রুক্ষতা দূর করার ঝটপট একটা টিপস ঃ
১ চামুচ নারিকেল তেল
১ চামুচ অলিভ অয়েল
১ চামচ ভিনেগার
১চামুচ গ্লিসারিন
১ চামুচ ক্যাস্টর অয়েল
১ টা পাকা কলা
১ চামুচ মধু
উপরের সব গুলো উপাদান এক সাথে মিশিয়ে অথবা ব্লেনড করে চুলে ১ ঘনটা লাগিয়ে রাখুন , তারপর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যাবহার করুন দেখবেন আপনার চুল কতটা উজ্জ্বলতা ফিরে পেয়েছে ।

 

Leave a comment

You must be Logged in to post comment.