চবিতে পরীক্ষার সময় পলেস্তরা খসে শিক্ষার্থী আহত

বুধবার বেলা ১২টার দিকে ইনস্টিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা চলার সময় ভবনের ২৩২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় মোরশেদ নামে এক শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন।
তবে তাতে পরীক্ষা গ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আজম খান।
তিনি ঢাকাবিডি২৪ কে বলেন, “ছাদের কিছু অংশের আস্তর খসে টেবিলের ওপর পড়ে। এতে এক পরীক্ষার্থী খুব সামান্য আহত হলেও যথানিয়মে পরীক্ষা হয়েছে। ওই শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়েছে।”
পরিচালক জানান, ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণিকক্ষেই পরীক্ষা নেয়া হয়ে থাকে। তবে এগুলো পুরনো হওয়ায় কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বৃষ্টি হলে কয়েকটি কক্ষে ছাদের পানি চুইয়ে পড়ে বলে জানান তিনি।