Published On: Tue, Apr 30th, 2013

Share This
Tags

Wavii২০১২ সালে কাস্টমাইজড নিউজ ফিড সুবিধা নিয়ে যাত্রা শুরু হয়েছিল ওয়াভির।সংবাদের সারসংক্ষেপ দেখানোর  এই বিশেষ সেবা ‘ওয়াভি’ কিনে নিয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ওয়াভি কিনতে গুগলের পাশাপাশি অ্যাপলও আগ্রহ দেখিয়েছিল। ওয়াভিকে অ্যাপলের ‘সিরি’ নামে ফাংশনটির সঙ্গে যুক্ত করতেই এ সেবাটির প্রতি অ্যাপলের আগ্রহ ছিল। এদিকে চলতি বছরের মার্চ মাসে ‘সামলি’ নামে একই ধরনের একটি খবর সারসংক্ষেপ দেখানোর সেবা কিনেছে ইয়াহু।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্প্রচারের এ সার্ভিসটি কিনতে তিন কোটি মার্কিন ডলার দিতে হয়েছে গুগলকে। অবশ্য ওয়াভির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তিন কোটি ডলার খরচ করেছে গুগল; প্রযুক্তি বিশ্লেষকেরা এমন ধারণা করলেও গুগল বা ওয়াভির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

Leave a comment

You must be Logged in to post comment.