ওয়াসিম আকরাম সুস্মিতা সেন বিয়ে ???
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে বিয়ে করার গুজব অস্বীকার করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখা এবং গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ভক্ত, সমর্থক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান এই তারকা পেসার।
আকরাম-সুস্মিতা জুটি মুম্বাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন- ভারতীয় গণমাধ্যমে এমন খবরে প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপি-কে আকরাম বলেন, ‘এ ধরনের গুজব অস্বীকার করতে করতে আমি ক্লান্ত এবং সবার জন্য এটাই আমি শেষবারের মতো বলতে চাই।’
ওয়াসিম বলেন, তিনি এবং সুস্মিতা দু’জনে ভাল বন্ধু কেবলমাত্র।
পাক এই তারকা ক্রিকেটার বলেন, ‘দুই ছেলে তৈমুর এবং আকবরকে ভালোভাবে লালন-পালন করে বড় করাই আমার একমাত্র লক্ষ্য। তাদেরকে সঠিকভাবে লালন-পালন করে সত্যিকারভাবে একজন মানুষ করে গড়ে তুলতে চাই। সুতরাং আমার ছেলেদের জন্যই আমার জীবন।’
সুস্মিতার সঙ্গে বিয়ে প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘আমার একটা ব্যক্তিগত জীবন আছে। ঠিক তেমনি তারও। সুতরাং এটার প্রতি অসম্মান করাটা ভক্ত ও গণমাধ্যমের ঠিক হবে না।’
কিংবদন্তী পেসার আকরাম ১৯৯৪ সালে সুস্মিতা মিস ইউনিভার্স নির্বাচিত হওয়ার পর থেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে গুঞ্জন রয়েছে। এরপর ২০০৮ সালে ভারতীয় একটি টেলিভিশনে অনুষ্ঠিত ড্যান্স শোতে দু’জনে বিচারকের দায়িত্ব পালন করেন।
আলোচিত ড্যান্স শোতে অবশ্য ভারতের তারকা ক্রিকেটার হরভজন সিং, দিনেশ কার্তিক, ইরফান পাঠান, শান্থ কুমারন শ্রীশান্ত, নিখিল চোপড়া ও বিনোদ কাম্বলিও অংশ নিয়েছিলেন এবং পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় টেলিভিশনেও প্রচারিত হয়েছিল।
এই শো-কে চমৎকার একটি অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে সুস্মিতা সম্পর্কে ওয়াসিম বলেন, ‘আমার জীবনে দেখা সেরা ভদ্র মহিলাদের মধ্যে সে একজন। যেহেতু সে একজন পেশাদার এবং অত্যন্ত আকর্ষণীয়ভাবে সব কিছু উপস্থাপন করেন তাই বিচারক হিসাবে তার সঙ্গে কাজ করাটা ছিল অনেক আনন্দের।’
বলিউড তারকা সুস্মিতার দু’টি পালিত কন্যা আছে এবং এখনো বিয়ে করেননি।
প্রসঙ্গত, ২০১০ সালে পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ের বিষয়টি অতি দ্রুত সবার নজর কেড়েছিল। একইভাবে আকরাম-সুস্মিতা গুজবটিও ভারত-পাকিস্তানসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারিত হতে থাকে।