৭ই ফেব্রুয়ারী মিউজিক মাহেম ৪ কনসার্ট
আগামী ৭ই ফেব্রুয়ারী রাজধানীর আগারগাওতে অবস্থিত “ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়াম” এ “মিউজিক মাহেম ৪” নামক একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে গান পরিবেশন করবে পলাশ অ্যান্ড ফ্রেন্ডস,শহরতলি,মরুভুমি,দ্রিক,স্কুল অফ নিলয়,আরতেমিস,বে অফ বেঙ্গল,ঠিকানাহীন,ত্রিমূর্তি,আঁচড়,বিবেক,সারকেল,ক্রস সহ নতুন কিছু প্রতিভাবান ব্যান্ড।
কনসার্টটির আয়োজক সাজু জানান,”মিউজিক মাহেম” নামে প্রতিবছর আমি কনসার্টের আয়োজন করে থাকি।গত ৩ বছরের সফলতাকে কাজে লাগিয়ে এবারও চেষ্টা করছি বছরের শুরুতে ভাল কিছু সময় উপহার দেয়ার।
যারা বাংলা গান ভালবাসেন,তাঁরা ইচ্ছে হলে এই কনসার্টটি উপভোগ করতে পারেন।টিকেট প্রাপ্তির জন্য ফোন করুন ০১৬৭৬২৫০৯২২।