Published On: Mon, May 11th, 2015

৫ ধাপ এগিয়ে সাকিব আল হাসান

Share This
Tags

sakib al hasan

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ৩০তম অবস্থানে স্থান করে নিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা টেস্টে বাংলাদেশ দল বড় ব্যবধানে হারলেও ব্যক্তিগত নৈপুন্যের কারণে সাকিবের ব্যাটসম্যান হিসেবে র‌্যাংকিংয়ের উন্নতি ঘটে। এর আগে খুলনা টেস্টের পর প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৩৫তম স্থানে ছিলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।  ঢাকা টেস্টে প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন সাকিব। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আরো ১৩ রান। এতেই ক্যারিয়ার সর্বোচ্চ ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে যাওয়ায় ৩০ নম্বরে উঠে এসেছেন।

এদিকে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটা যথারীতি কুমার সাঙ্গাকারার দখলে। শ্রীলঙ্কান এই ব্যাটিং জিনিয়াসের ৯০৯ রেটিং পয়েন্ট থেকে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। অারেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটা অক্ষুন্ন রেখেছেন। আর পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। তিনি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয়টিতে ৩৯ রান করেন। ৩৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৩৬।

ম্যাচ ও সিরিজ জয়ের নায়ক আজহার আলী ৭২৭ রেটিং পয়েন্টে পাঁচ ধাপ টপকে ১৬ নম্বরে রয়েছেন। প্রথম ইনিংসে তিনি ২২৬ রানের চমকপ্রদ ইনিংস খেলেন। শীর্ষ ছয়জন ব্যাটসম্যানদের অবস্থানে কোনো রদবদল হয়নি। চারে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (৮৭৩), পাঁচে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৮৪১) ও ছয় নম্বরে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৩৯)। এক ধাপ করে পিছিয়ে আটে ইংল্যান্ডের জো রুট ও নয়ে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের বিরাট কোহলি ১০ নম্বরেই রয়েছেন। এই তিনজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮২৪, ৮০৫ ও ৭৭৪।

Leave a comment

You must be Logged in to post comment.