৩০ লাখ পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে
আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।
প্রথম দিন বুধবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে গণিত বিষয়ের পরীক্ষা হচ্ছে। দেশের ছয় হাজার ৫৭৪টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
অন্য বছর এ পরীক্ষায় দুই ঘণ্টা সময় দেয়া হলেও এবার ২৫ শতাংশ যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) প্রশ্ন থাকায় সবগুলো পরীক্ষার সময়ই আধা ঘণ্টা করে বেড়েছে। তবে বরাবরের মতোই প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে।
এ বছর প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন আর ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী রয়েছে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা এবার ২৯ লাখ ৫০ হাজার ১৯৩, যার মধ্যে ছয় হাজার ৪৫৭ জন ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী।
এবার দেশের বাইরে রিয়াদ, জেদ্দা, আবুধাবী, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপোলী এবং ওমান কেন্দ্রে ৭৭৪ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষা দিচ্ছে। ১১৫টি পরীক্ষা কেন্দ্রকে ‘দুর্গম’ চিহ্নিত করে ওইসব কেন্দ্রে প্রশাসনের তত্ত্ববধানে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র সরবারহ করা হয়।
২৮ নভেম্বর পরীক্ষা শেষে আগামী ২৬ ডিসেম্বর সমাপনী পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।