Published On: Tue, Apr 23rd, 2013

২০তম শিরোপাটা নিজেদের করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

Share This
Tags

2013-04-23-06-19-04-517627d8eed86-manchester-imageঅ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০তম শিরোপাটা নিজেদের করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান রেখে শিরোপা জেতার পাশাপাশি গত মৌসুমের প্রতিশোধটাও নিশ্চিত com/APi87r6rJYif u thought justin bieber shirtless pictures was gonna get away with his illegal activities well pic. করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। গত মৌসুমে গোলগড়ে সিটির কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পরপরই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়টা জানিয়ে রেখেছিলেন ফার্গুসন। ওই প্রত্যয়ের মাধ্যমে মাঠের পারফরম্যান্সটাও অনূদিত হওয়ায় এই মুহূর্তে ইংলিশ ফুটবলের সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a comment

You must be Logged in to post comment.