১৬ নভেম্বর রুয়েটের ভর্তি পরীক্ষা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্য পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার আবুল বাসার বলেন,” আবেদনপত্রের ৬ শ’ টাকা করা হয়েছে।”
উপাচার্য মুর্ত্তুজা আলী বলেন, “একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এ তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আমরা শিগগির ভর্তি পরীক্ষার নিয়মাবলি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবো।