Published On: Mon, Jul 7th, 2014

১২ দিন থাকে মাছের স্মৃতিশক্তি

Share This
Tags

animals-aggressive-cichlid-computer-malawi-background-wallpaper-39341আফ্রিকার সিচলিড (Chichild) মাছের স্মৃতি ১২ দিন স্থায়ী হয়। অ্যাকুয়ারিয়ামে (ঘরে মাছ রাখার কাচের পাত্র) রাখার উপযোগী মাছটির ওপর গবেষণার ভিত্তিতে কানাডার একদল গবেষক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
কানাডার ম্যাকইওয়ান বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা ল্যাবিডোক্রোমিস কেয়াররুলিয়াস প্রজাতির আফ্রিকান সিচলিড মাছের স্মৃতিশক্তি নিয়ে গবেষণা করে দেখতে পান, মাছটি ১২ দিন পর্যন্ত কোনো স্মৃতি ধরে রাখতে পারে। আবার তারা পুরোনো কোনো স্মৃতির জায়গায় নতুন স্মৃতিকে ঠাঁই দিতে পারে। এ ছাড়া প্রাণীটির রয়েছে জটিল ধরনের মানসিক সামর্থ্য। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজির বার্ষিক সম্মেলনে তুলে ধরা হয়েছে।
গবেষকেরা বড় অ্যাকুয়ারিয়ামে মাছটিকে তিন দিন ধরে বিশেষ ধরনের প্রশিক্ষণ দেন। আর সে জন্য কাচের পাত্রের প্রতি পাশে রাখা হয় কম্পিউটারের পর্দা বা স্ক্রিন। এতে লম্বালম্বি ও পাশাপাশি রেখা টানা হয়। কোনো মাছ যখন পাত্রের ২৫ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তখন তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় খাবার। এভাবেই প্রশিক্ষণ চলতে থাকে। পরে মাছকে ওই পাত্র থেকে তুলে নেওয়া হয়। আবার ১২ দিন পর সেই মাছকে একই পাত্রে রাখা হলে দেখা যায়, তার স্মৃতিশক্তি অটুট রয়েছে। কারণ, যে জায়গাটায় তাকে খাবার দেওয়া হয়েছিল, সেখানেই সে ঘুর ঘুর করছে।

সূত্রঃ ইন্টারনেট                                                                                                                                                                                                                                                              ডেস্ক রিপোর্টঃ আদনান অনিন্দ্য

Leave a comment

You must be Logged in to post comment.