Published On: Thu, Apr 18th, 2013

১ম ইনিংসে জিম্বাবুয়ে ৪ উইকেটে ২১৭

Share This
Tags

BD Vs. Zmbগতকাল বুধবার দুপুরে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশী বোলাররা সারাদিনে মাত্র ৪ উইকেট দখল নিতে পেরেছে স্বাগতিকদের। যদিও প্রথম সেশনে ১৫ ওভারের মধ্যে রবিউল ইসলাম ২ উইকেট নিয়ে ভালো শুরুর ইংঙ্গিত দিচ্ছিলেন। ব্রেন্ডন টেলরের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির কল্যানে জিম্বাবুয়ে প্রথম দিন শেষ করে ২১৭ রানে। টেলর দিন শেষে ১০৫ রানে অপরাজিত থাকেন। অপর প্রান্তে ব্যাটিং করছেন এ্যলটন চিগাম্বুরা(৬*)। প্রথম দিনের শেষ সেশনে এক উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শেষ সেশনের উইকেটটি দখল করেন রুবেল হোসেন। ম্যাকলম ওয়ালার রুবেলের বলে বোল্ড হওয়ার আগ পর্যন্ত ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকপূর্ণ (৫৫) করেন। দ্বিতীয় সেশনে বাংলাদেশের সাফল্য হ্যামিলটন মাসাকাদজার উইকেট। মাসাকাদজা এনামুল হকের বলে আউট হওয়ার আগে ২৫ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে টেলর-মাসাকাদজা ৪৩ রান করে দলকে সাময়িক বিপর্যয় থেকে রক্ষা করেন। দ্বিতীয় সেশনের ৩১ ওভারে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। এর আগে প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। প্রথম সেশনে জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫০ রান। ইংনিসের শুরুতেই আঘাত আনেন রবিউল ইসলাম। দলীয় ১০ রানে রবিউল ইসলাম সিবান্দার উইকেট উপড়ে ফেললে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। আর ১২ রান যোগ করেই একই পথ ধরেন টিমিকাল মারুমা। তিনি রবিউল ইসলামের বলে এলবিডব্লিউর শিকার হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি উইকেট দখল করেন রবিউল ইসলাম এবং একটি করে উইকেট নেন এনামুল হক ও রুবেল হোসেন। বাংলাদেশের জন্য এই সিরিজ মর্যাদার লড়াই। কেননা ২০১১ সালে এই মাঠেই টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছিলো সাকিবের নেতৃত্বে বাংলাদেশ। আজকে দিতীয় দিনের খেলায় কি হয় সেটাই দেখার বিষয় ।

 

 

Leave a comment

You must be Logged in to post comment.