হারারে টেস্টের জয় উৎসর্গ করা হলো রানা প্লাজায় নিহতদের উদ্দেশ্যে
হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৪৩ রানে পরাজিত করে দুই ম্যাচ সিরিজ ১-১ এ ড্র করলো বাংলাদেশের টাইগাররা। আর তাদের এ জয় উৎসর্গ করা হয়েছে রানা প্লাজায় নিহতদের উদ্দেশ্যে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৪০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২৫৭ রানে অল-আউট হয়ে যায়।পঞ্চম দিনে মুশফিকদের জয়টা ছিল শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে পথের কাঁটা হয়ে ছিলেন হ্যামিল্টন online casino মাসাকাদজা। তবে সেঞ্চুরি করলেও (১১১) দলের পরাজয় এড়াতে পারেননি তিনি।
এর আগে প্রথম ইনিংসে ৩৯১ রান এবং দ্বিতীয় ইনিংসে ২৯১ রান করে ইনিংস ঘোষণা করে। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে করেছিল ২৮২ রান।এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন।