হাঁটা বাবা আর হাঁটবেন না ভক্তদের নিয়ে
মারা যাওয়ার পর মরদেহ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়েছে। এখানে হাজারো ভক্ত সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন।মৃত্যুকালে তিনি তিন ছেলে রেখে গেছেন এ হাঁটা বাবা। বড় ছেলে মোহাম্মদ লাডলা হাইদার, শাহেজাদা হাইদার ও আনোয়ার হাইদার।বড় ছেলে লাডলা বলেন, এশার নামাজের পর মোহাম্মদপুর কবরস্থানে বাবার দাফন সম্পন্ন হবে।তিনি বলেন, আমার ইচ্ছা ছিলো বাবার কবরটা যেন একটু আলাদা ভাবে দেওয়া হয়। তিনি বলেন, বাবা ৬ মাস আগে হার্ট হ্যাটার করেন। চিকিৎসকরা উনাকে (বাবা) রেস্টে থাকতে বলছিলেন। কিন্তু তিনি তো হাঁটা ছাড়া থাকতে পারেননি।মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাঁটা বাবার মরহেদে এক নজর দেখতে আসছেন তার ভক্তরা। দেখতে আসা ভক্তদের কেউ কোরআন শরীফ পড়ছেন, আবার কেউ তজবি জব করছেন।হাঁটা বাবার এক ভক্ত আমিনুল বলেন, আমি ১৬ বছর ধরে বাবার সঙ্গে হাটছি। আমি সারা দেশেই বাবার সঙ্গে হাটছি। সুত্র – বাংলা নিউজ ২৪