স্বামীর ঘনিষ্ট দৃশ্য নিয়ে চিন্তা নেই কারিনার


অভিনেত্রী কারিনা কাপুর খান বলেছেন, তার অভিনেতা স্বামী যদি পর্দায় অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেন তবে তিনি কিছু মনে করবেন না। তার ভাষায়, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগি না। পেশাদারি জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। এ দুটো আমার জীবনের আলাদা দুটি অংশ। সাইফ একজন অভিনেতা এবং এটা তার কাজ। অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে তাকে অভিনয় করতে হবে। রোমান্টিক গানে তার আচরণ হতে হবে রোমান্টিক নায়কের মতো। সহ অভিনেত্রীদের সঙ্গে তাকে মানিয়ে নিতে হবে। আমি চাই আমার ব্যাপারে তার মনোভাবও একই রকম হোক।’ কারিনার মতে, বুলেট রাজা সিনেমায় সোনাক্ষীকে দারুণ মানিয়েছে সাইফের সঙ্গে। তিনি বুলেট রাজা সিনেমার সাফল্য কামনা করেন। ৫ বছরের পূর্বরাগের পর গত বছরের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। কারিনার মতে, বিয়ের পর সাইফের মধ্যে পরিবর্তন আসেনি। পাতৌদির নবাব সেই আগের মতোই আছেন।