স্বপ্ন বিসর্জন দিল কলকাতা নাইট রাইডার্স
দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক ডেয়ার ডেভিলসের কাছে হেরে আইপিএল সিক্সে’র প্লে অফ খেলার স্বপ্ন বিসর্জন দিল কিং খান শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। বুধবার শেবাগদের কাছে ৭ উইকেটে হেরেছে গম্ভীরের দল। ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় আগের আসরের চ্যাম্পিয়নরা।
প্লে অফ’ খেলার স্বপ্ন অবশ্য দিল্লিরও নেই। তারা আগেই সে সুযোগ হারিয়েছে। ১০ ম্যাচের সাতটিতে হার জয় মাত্র তিনটিতে। নাইটদেরও জয় পরাজয় সমান সমান। তবে রান রেটের ব্যবধানে পয়েন্ট তালিকার একধাপ উপরে।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১৩৬ তুলতে পারে নাইটরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে পেসার রজত ভাটিয়ার ব্যাট থেকে। আরেক পেসার নারওয়াল ২৩ এবং ইউসুফ পাঠানের ব্যাট থেকে আসে ২০ রান।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রেট লি ও বালাজির বলে শুরুতে দুটি উইকেট হারালেও ডেভিড ওয়ার্নর ও উম্মুক্ত চাঁদের ৯৫ রানের জুটিতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ওয়ার্নার ৬৬ রানে অপরাজিত থাকেন। চাঁদ করেন ৩৭ রান।