Published On: Mon, Sep 30th, 2013

স্কাইপিতে থ্রিডি ভিডিও কল

Share This
Tags

skype_3D video_chatইন্টারনেটের মাধ্যমে কথা বলার জনপ্রিয় মাধ্যম স্কাইপি এবার থ্রিডি ভিডিও কল প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা দিয়েছে। স্কাইপির দশম বর্ষপূর্তিতে এ ঘোষণা দেয়া হয়।গত এপ্রিলে স্কাইপি জানায়, যারা সরাসরি দেখা করে কথা বলতে পারছেন না তাদের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চলছে।তবে স্কাইপির নিয়ন্ত্রণকারী মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট মার্ক গিলেট বলেছেন, নতুন এই প্রযুক্তি ভোক্তাদের হাতে তুলে দিতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।তিনি বলেন, ‘ আমরা থ্রিডি স্ক্রিন ও থ্রিডি ক্যাপচার সুবিধা সৃষ্টির জন্য গবেষণাগারে কাজ করেছি। আমরা দেখতে পাচ্ছি, লোকজন এখন যে কম্পিউটার মনিটর ও টিভি ব্যবহার করছে সেগুলোই থ্রিডি ইমেজ প্রদানে সক্ষম ‘।এটাকে বাজারে ছাড়ার উপযোগী করার জন্য এখন কাজ চলছে বলেও জানান গিলেট।

Leave a comment

You must be Logged in to post comment.