সৌদি আরবে ঈদ ১৫ অক্টোবর
সৌদি আরবে জিলহাজ মাসের চাঁদ দেখা গেছে শনিবার। সেই হিসাবে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যে সকল দেশে ১৫ অক্টোবর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।সৌদি আরবের রাষ্ট্রীয় আদালতের বরাত দিয়ে গণমাধ্যম আল অ্যারাবিয়া এই জিলহাজ মাসের চাঁদ দেখার সংবাদটি নিশ্চিত করেছে।
এদিকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার বিকেলে বৈঠকে বসছে। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা বৈঠক থেকে জানানো হবে।
ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগের দিন আরাফাত ময়দানে হাজির হবেন হজে থাকা লাখো মুসল্লি। সেখানেই অবস্থান করবেন তারা। ঈদের দিন পশু কোরবানীর মধ্য দিয়ে শেষ হবে হজ্জের আনুষ্ঠানিকতা।