Published On: Tue, Aug 27th, 2013

সেরা দশের নতুন খেলা এলআরবি’র

Share This
Tags

image_211_28311বাংলা রক ব্যান্ড এলআরবি ১৯৯১ সালে যাত্রা শুরু করে। এরপর দুইদশক মাতিয়েছেন সংগীত ভুবন। সুরের যাদুতে আইয়ুব বাচ্চু মাতোয়ারা করে রেখেছেন দুইটি প্রজন্মকে। এই দুই দশক অতিক্রম কালে তরুণরা পেয়েছেন অসাধারন কিছু গান।

এবার সেই সব সময় মাতানো গানগুলো থেকে বাছাই করা হলো সেরা ১০টি গান। সেই সেরা দশটি গানে এনেছে নতুনত্বের ছোঁয়া। কথা ও সুর ঠিক রেখে নুতন ভাবে মিউজিক কম্পোজিশন করা হয়েছে। বাছাইকৃত ১০টি টাইটেল সংকে নতুন ভাবে কম্পোজিশন করা হয়েছে।

নতুন ভাবে উপহার দেয়া গানগুলো হলো, এখন অনেক রাত, চলো বদলে যাই, ঘুম ভাঙ্গা শহরে, ঘুমন্ত শহরে, নিরবে, বাংলাদেশ, ফেরারী মন, শাধবী, হাসতে দেখো এবং রুপালী গিটার।

 

Leave a comment

You must be Logged in to post comment.