সেমিতে ফিট পিরলো
কনফেডারেশনস কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফিরতে ইতালি মিডফিল্ডার আন্দ্রে পিরলো ফিট আছেন। বৃহস্পতিবার স্পেনকে মোকাবিলা করতে কঠিন অনুশীলন করে যাচ্ছেন এই তারকা।
পায়ের চোটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৪-২ গোলে হারের ম্যাচে ছিলেন না পিরলো। তবে স্পেনের বিপক্ষে নামতে মরিয়া এই মিডফিল্ডার মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ছিলেন।
এদিকে চোট বেশ জেকে বসেছে ইতালি দলে। মারিও বালোতেল্লির সঙ্গে কাঁধের চোট নিয়ে দেশে ফিরেছেন রক্ষণভাগের ইজনাজিও অ্যাবেতে। মিলানের এই রাইট-ব্যাককে প্রথম একাদশে রাখতে চেয়েছিলেন কোচ সিজার প্রানদেল্লি। বালোতেল্লির স্থলাভিষিক্ত হবেন বোলোগনা ফরোয়ার্ড অ্যালবার্তো গিলারদিনো।
আজ্জুরি মিডফিল্ডার ক্লউদিয়া মার্চিসিও জানালেন, ইউরো ২০১২ ফাইনালে হারের বদলা নিতে ক্যাস্তেলাও স্টেডিয়ামে নামতে মরিয়া পিরলো। সতীর্থের মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী মার্চিসিও,‘আন্দ্রে অনেক পেশাদার। কঠোর অনুশীলনে ফিরেছে ও। সেমিফাইনাল খেলতে উন্মুখ। এখন কোচের সিদ্ধান্তের উপর তার নামা নির্ভর করছে।’