Published On: Wed, Apr 29th, 2015

সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন

Share This
Tags

mayoral-candidate

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, “আমি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি কোনো অনিয়মের অভিযোগ পায়নি।” মঙ্গলবার বিকেল ঢাকা উত্তর ও সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সিইসি বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির কারনে নির্বাচনে বড় ধরনের সংঘাত বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগের ভিত্তিতে রাজধানীর তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমরা বড় ধরণের সহিংসতার কোনো খবর পাইনি।” তিনি জানান, বিশৃঙ্খলার কারণে ঢাকায় মোট তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আরও কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ছিল। এছাড়া অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী আরও একদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়ে সিইসি বলেন, “ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা নিরাপদে ফিরে গেছেন, এটা আমাদের জন্য বড় বিষয়।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কাছে কেউ ভোট বর্জনের বিষয়ে কোনো কিছু জানায়নি। যতি কেউ অভিযোগ করে তাহলে তাহলে আইন অনুযায়ী যথাযথা ব্যবস্থা নেয়া হবে।” ব্যালট পেপারে শাসক দলের লোকদের সিল মারা সংক্রান্ত অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমরা অনেক অভিযোগ পেয়েছি এবং পাচ্ছি। কিন্তু ব্যবস্থা নিয়েছি এবং সাময়িকভাবে ভোট কেন্দ্র বন্ধও রেখেছি।” সাংবাদিকদের বাধা দেয়া সম্পর্কে সিইসি বলেন, “যেখানে ভোট দেয়া হয় ঠিক সেই জায়গায় সাংবাদকিদের ঢোকার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে। এর বাইরে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে নাম ঠিকানা দেন আমরা ব্যবস্থা নেব। নির্বাচন এখনো শেষ হয়নি। ভোট গণনা চলছে।

Leave a comment

You must be Logged in to post comment.