Published On: Wed, Jul 24th, 2013

সালমানের মামলায় নয়া মোড়

Share This
Tags

image_36811_0সালমান খানের হিট অ্যান্ড রান মামলায় নয়া মোড়। বদলি হয়ে যাওয়ার যুক্তি দেখিয়ে মামলা শুনলেন না মুম্বাই সেশন কোর্টের বিচারক। ফলে অন্য আদালতে এই মামলার শুনানি হবে। আজ বুধবার সালমানের বিরুদ্ধে চার্জ গঠন করার কথা ছিল মুম্বাই সেশন কোর্টের। ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪ বাই বি ধারায় ওই চার্জ গঠন হওয়ার কথা ছিল।

২০০২, ২৮ সেপ্টেম্বর রাতে, বান্দ্রায় সালমানের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন তিনজন। ঘটনার সময় সালমানই গাড়ি চালাচ্ছিলেন। গত সপ্তাহে এক আইনজীবী আদালতকে অভিযোগে জানান, ঘটনার সময় সালমান পুরো মদ্যপ অবস্থায় ছিলেন।

কঠোর ভাবে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। গাফিলতির কারণে মৃত্যু, এই ধারায় চার্জ গঠন হলে, দুবছরের জন্য হাসতবাস করতে হবে সল্লু মিঞাকে। দীর্ঘ সময়ের জন্য হাজতবাস, নাকি লঘুদণ্ড, কোন দিকে যাবে সালমানের পরিণতি, আজ তার ইঙ্গিত মিলতে পারত। কিন্তু তার মধ্যেই এলো মামলায় নয়া মোড়। সূত্র: জিনিউজ।

Leave a comment

You must be Logged in to post comment.