সাভার ট্র্যাজেডিতে বান কি মুনের শোক প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন সাভারে রানা প্লাজার ধসে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় বান কি মুন বলেছেন, বাংলাদেশ সরকারের প্রয়োজন হলে জাতিসংঘ যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এ ছাড়াও জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধির কাছে শোকবার্তা পাঠিয়েছেন- লুক্সেমবার্গ, চিলি, ঘানার স্থায়ী প্রতিনিধি। এছাড়া শোক প্রকাশ করেছেন ইউএনএফপিএ’র আন্ডার সেক্রেটারি জেনারেল ড. বাবা টুন্ডি ওসোটিমেহিন, পিস আইল্যান্ড ইনস্টিটিউটের পরিচালক মেহমেট কিলিক।