Published On: Sun, Jul 21st, 2013

পোশাক খুলে সমাজ সেবা

Share This
Tags
Poonam-Pandey-stills  বলিউড পাড়ায় আলোচিত একটি নাম  *পুনম পান্ডে   শিগগিরই মুক্তি পেতে যাওয়া ‘নেশা’ সিনেমায় বেশকিছু খোলামেলা দৃশ্য অভিনয়ের মাধ্যমে আলোচনায় উঠে আসেন এ নায়িকা। অবলীলায় পর্দায় এসব দৃশ্যে অভিনয় করে দর্শকদের অবাক করেছেন পুনম পান্ডে।
সম্প্রতি এসব খোলামেলা দৃশ্যে অভিনয়ে পেছনের মূল কারণটা জানালেন পুনম পান্ডে। তিনি জানান, খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন সমাজ সেবার জন্য। এর মাধ্যমে তিনি সমাজ সেবা করছেন!
তিনি বলেন, “আমি বিবসনা হয়ে সমাজ সেবামূলক কাজ করেছি। কারণ জনগন আমাকে এভাবে দেখে আনন্দিত হয়েছে। বিপুল সাড়াও মিলেছে!”
তার দাবি, মানুষকে আনন্দ দেওয়াটাই সমাজ সেবা।
পুনম পান্ডে আরো বলেন, “আমার প্রিয় অভিনেত্রী হলো রেখা, কাজল এবং মাধুরী দিক্ষিত। আমি চাই তাদের অনুসরণ করতে। তাদের সাথে মানুষ যেন আমাকে তুলনা করে। অথচ সবাই আমাকে সানি লিওনের সাথে তুলনা করছে।”
পুনম পান্ডের অভিনীত বহুল আলোচিত ‘নেশা’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৬ জুলাই

Leave a comment

You must be Logged in to post comment.