সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় অসুস্থ
কলকাতার হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। প্রবল শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে শুক্রবার মধ্যকলকাতার বেলিভিউ হপাসাতালে ভর্তি হন তিনি। ৮৫ বছর বয়স্ক ওই শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও।
বেলিভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হাসপাতালের চিকিত্সক সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়। ৭ জন চিকিত্সককে নিয়ে গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড। ২৪ ঘন্টায় তার অবস্থার তেমন কোন অবনতি হয়নি। তার কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরিক্ষার পর চিকিত্সা শুরু হবে বলেও জানা গিয়েছে।
বেলিভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হাসপাতালের চিকিত্সক সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়। ৭ জন চিকিত্সককে নিয়ে গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড। ২৪ ঘন্টায় তার অবস্থার তেমন কোন অবনতি হয়নি। তার কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরিক্ষার পর চিকিত্সা শুরু হবে বলেও জানা গিয়েছে।